হোম > সারা দেশ > বাগেরহাট

মোল্লাহাটে চার মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য আটক

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে চোরাইকৃত চারটি মোটরসাইকেলসহ চোর চক্রের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। 

গত শনি ও রোববার দুই দিন ও রাতে মোল্লাহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের আটক করা হয়। 

সিন্ডিকেটের মাধ্যমে চোর চক্র বাগেরহাট, গোপালগঞ্জ, খুলনা এবং নড়াইল জেলার বিভিন্ন এলাকায় চোরাই মোটরসাইকেল বিক্রি করে আসছে বলে পুলিশ জানায়। 

চোর চক্রের সদস্যরা হলেন, মোল্লাহাটের উদয়পুর গ্রামের আলামিন শেখ (২১), শেখ শাহরিয়ার ইসলাম (২০), মো. সাইফ জামান শাকিল (১৯), মিতুল মল্লিক (১৯), সুব্রত সরকার (২০), মো. আমিনুর শেখ (২২), মো. ইসলাম শেখ (২০)। এদের প্রত্যকের বাড়ি গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। আজ সোমবার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই মো. মিঠুন উদ্দিন খানের নেতৃত্বে থানা পুলিশের চৌকশ একটি দল গত শনি ও রোববার দুইব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে চোরাই চারটি মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সাত সদস্যকে আটক করে। 

ওসি সোমেন দাশ আরও জানান, চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির কারবার করে আসছে। তারা সিন্ডিকেটের মাধ্যমে একের পর এক হাতবদল করে বাগেরহাটসহ চারটি জেলার বিভিন্ন উপজেলায় পার্টির কাছে চেরাইকৃত মোটরসাইকেল বিক্রি করে আসছে। চোর চক্রের আরও সদস্যদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।  

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড