হোম > সারা দেশ > বাগেরহাট

শিক্ষা অফিসের কর্মচারীর দুর্নীতির প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট প্রেসক্লাবের সামনে শিক্ষকদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকেরা।

বিভিন্ন স্থান থেকে আসা মাধ্যমিক পর্যায়ের কিছু শিক্ষক আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে মানববন্ধন করেন। তবে অল্প কিছুক্ষণ পরই তাঁরা কর্মসূচি স্থগিত করেন।

মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার সানকিভাংগা গ্রামের বাসিন্দা মনিরুল ২০০৪ সালে বাগেরহাট সরকারি বালক বিদ্যালয়ে ১ হাজার ৫০০ টাকা বেতনে দারোয়ান হিসেবে চাকরি শুরু করেন। এরপর বদলি হয়ে ২০০৬ সালে জেলা শিক্ষা অফিসে যোগ দেন। অভিযোগ রয়েছে, এই অফিসে দীর্ঘদিন থেকে কর্মকর্তা ও শিক্ষকদের ওপর প্রভাব তৈরি করেছেন। তিনি কয়েক কোটি টাকার সম্পদ গড়েছেন। তাঁর শহরের পিসি কলেজ রোডে চারতলা বাড়ি, মুনিগঞ্জ ও গোটাপাড়ায় জমি এবং ব্যাংকে রয়েছে বিপুল অঙ্কের টাকা।

মানববন্ধনে আসা মেফতা উদ্দিন নামের এক শিক্ষক বলেন, টাকা ছাড়া শিক্ষা অফিসের ফাইল নড়ে না। আর ফাইল নাড়াতে হলে মনিরুলদের কাছে ধরনা দিতে হয়। তাঁর হাত ভরলেই কাগজে গতি আসে।

জানতে চাইলে মনিরুল বলেন, ‘পৈতৃক ৯ কাঠা জমিতে চাষাবাদ করি। সেই আয় ও পরিশ্রমের কারণেই এ অবস্থানে এসেছি।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সাইদুর ইসলাম বলেন, অফিসের কর্মচারীরা কে কীভাবে অর্থ-বৈভবের মালিক হয়েছেন, তা তিনি জানেন না। তবে কেউ যদি অভিযোগ করেন, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের