হোম > সারা দেশ > বাগেরহাট

বাস ধর্মঘট: বাগেরহাটে সমাজকর্মী নিয়োগ পরীক্ষায় অনুপস্থিত অনেকে

বাগেরহাট প্রতিনিধি

নসিমন-করিমনসহ অবৈধ যানবাহন বন্ধের দাবিতে চলমান দুই দিনের পরিবহন ধর্মঘটের মধ্যেই সারা দেশের মতো বাগেরহাটে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ভোর থেকে পরিবহন বন্ধ থাকায় পরীক্ষাকেন্দ্রে আসতে পারেননি অনেক চাকরিপ্রার্থী। যানবাহন না পাওয়ায় বিপুলসংখ্যক চাকরিপ্রার্থী কেন্দ্রে আসতে পারেননি।

খোঁজ নিয়ে জানা গেছে, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ পরীক্ষায় ৮ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থী ছিলেন, কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছেন ২ হাজার ৯২৯ জন। যানবাহন না পাওয়ায় অনেকে কেন্দ্রে আসতে পারেননি বলে কয়েকজন চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে।

আজ ভোরে শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা দিয়েও সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এক চাকরিপ্রার্থী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘ভোরে ভাড়ার মোটরসাইকেলে রওনা দিয়েছিলাম। কিন্তু বিএনপির লোক ভেবে রায়েন্দা বাসস্ট্যান্ডে আধা ঘণ্টা আটকে রেখে বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। বারবার অনুরোধ করলেও তারা যেতে দেয়নি।’

বাসাবাটি রহমানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা দেওয়া শিউলি বলেন, ‘বাসা থেকে কেন্দ্রের দূরত্ব মাত্র চার কিলোমিটার। ধর্মঘটের কারণে এতটুকু পথ যেতে এক ঘণ্টা লেগেছে। কিছু পথ হেঁটে, কিছু পথ ভ্যানে করে যেতে হয়েছে। ভোগান্তির শেষ ছিল না! আমাদের কক্ষে ৪০ জনের সিট থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ১১ জন।’

শরিফুল নামের অপর এক চাকরিপ্রার্থী বলেন, ‘৮০ জনের আসন থাকলেও, আমাদের কেন্দ্রে উপস্থিত ছিলেন মাত্র ২৫ জন। রাজনীতির এই রেষারেষিতে যাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাঁদের দায়িত্ব কে নেবে?’

জানতে চাইলে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহিনুজ্জামান বলেন, ‘ইউনিয়ন সমাজকর্মী পদে বাগেরহাটে ৮ হাজার ৫৮৮ জন নিয়োগপ্রত্যাশীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন ২ হাজার ৯২৯ জন। শতাংশের হিসাবে, যা মাত্র ৩৪ ভাগ।’

অনুপস্থিতি কম হওয়ার কারণ ব্যাখ্যায় শাহিনুজ্জামান বলেন, ‘এই পরীক্ষার বিজ্ঞপ্তি পাঁচ বছর আগের হওয়ায় অনেকের অন্যত্র চাকরি হয়েছে, আবার কেউ কেউ মোবাইল নম্বর পরিবর্তন করায় মেসেজ পায়নি। এসব কারণে পরীক্ষার্থী কম এসে থাকতে পারে।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’