হোম > সারা দেশ > বাগেরহাট

মাঝরাতে চায়ের দোকানের ক্যারাম বোর্ডের ওপর পাওয়া গেল নবজাতক

প্রতিনিধি

বাগেরহাট: চায়ের দোকানের পেছনে ক্যারাম বোর্ডের ওপর রেখে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছেন এক দম্পতি। আজ সোমবার ভোর ৪টায় বাগেরহাট সদর উপজেলার চিতলী-বৈটপুর গ্রামের সাইদুলের চায়ের দোকান থেকে এই নবজাতককে উদ্ধার করা হয়। নবজাতকটি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

শিশুটিকে উদ্ধারকারী চিতলী-বৈটপুর গ্রামের শরীফা বেগম বলেন, গভীর রাতে কান্নার শব্দে আমাদের ঘুম ভেঙে যায়। উঠে খুঁজতে থাকি, কোথায় বাচ্চা কাঁদছে। একপর্যায়ে সাইদুল ইসলামের চায়ের দোকানের পেছনে রাখা ক্যারাম বোর্ডের ওপরে নবজাতকটিকে দেখতে পাই। তখনই আমি ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশকে জানাই।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আছাদুজ্জামান বলেন, গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ৯৯৯–এ ফোনের মাধ্যমে আমরা খবর পাই। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে নবজাতকটিকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করি।

আজ দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, সমাজসেবা অধিদপ্তর, বাগেরহাটের উপপরিচালক মো. রফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তারা নবজাতকটিকে দেখতে বাগেরহাট সদর হাসপাতালে যান।

বাগেরহাট সদর হাসপাতালের শিশু বিষয়ক কনসালট্যান্ট ডা. খান শিহান মাহমুদ বলেন, কন্যাশিশুটির বয়স আনুমানিক দুই দিন। এখন সুস্থ আছে, টেনে খেতে পারছে। আমরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি।

বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, নবজাতকটি আপাতত পুলিশের তত্ত্বাবধানে হাসপাতালেই রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেবি হোমে স্থানান্তর করা হবে।

জেলা প্রশাসক জানান, এরই মধ্যে বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি নবজাতকটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছেন। শিশু কল্যাণ বোর্ডের সভায় সিদ্ধান্ত অনুযায়ী আবেদনগুলো যাচাই-বাছাই করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’