হোম > সারা দেশ > বাগেরহাট

মোরেলগঞ্জে ঘেরের মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২৫ 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মাছের ঘেরের মাটি কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ ২৫ জন আহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের বাইনতলা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্তত ১৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান। তিনি বলেন, ‘বাইনতলা গ্রামের জালাল শেখ ও তৈয়াবুর রহমানদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিরা হলেন জালাল শেখের পক্ষে মো. কালাম হাওলাদার, হানিফ হাওলাদার, মো. মিরাজ মল্লিক, মো. বাবু মল্লিক, মো. খালেক হাওলাদার, মো. মুরাদ হাওলদার, মানিক হাওলাদার, কাদের হাওলাদার, শাহিনুর বেগম। তৈয়াবুর রহমানের পক্ষের চয়ন হাওলাদার, জাকির, শহিদুল, এমরান, রাজু ও রাকিব।

জালাল শেখের ছেলে মো. সাগর হাওলাদার বলেন, ‘তৈয়াবুর রহমান ও তাঁর লোকজন কয়েক বছর আগে ইজারা নিয়ে আমাদের জমিতে ঘের করেন। মাত্র এক বছর আমাদের চুক্তির টাকা দিয়েছিল, আর দেয়নি। পরে জোরপূর্বক আমাদের জমিতে ঘের করে আসছেন। আজকে আবারও আমাদের জমি দখলের জন্য ভেকু মেশিন দিয়ে মাটি কাটছিলেন। বাধা দিলে তাঁরা আমাদের ওপর হামলা করেন। এতে আমাদের অনেকেই আহত হয়েছেন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। আমরা হামলাকারীদের বিচার চাই।’

এদিকে জালালের ছেলের অভিযোগ অস্বীকার করে তৈয়াবুরের ছেলে চয়ন হাওলাদার বলেন, ‘জালাল শেখ ও আমাদের ঘের পাশাপাশি। নিজেদের জমি থেকে মাটি কাটছিলাম। তখন তাঁরা আমাদের ওপর হামলা করে। এতে আমিসহ ছয়জন আহত হয়েছি। খামাখাই এই হামলা করেছে জালাল শেখের লোকজন।’

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের