হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে গাঁজাসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে গাঁজাসহ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলফাজ শেখকে (২৫) আটক করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার পেড়িখালীর পুরোনো ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক আফজাল রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি রামপাল উপজেলার পেড়িখালী গ্রামের বাসিন্দা। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে একই দিন ফয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০ গ্রাম গাঁজাসহ শেখ নাজমুল ও আরিফ মোড়ল নামের দুজনকে আটক করা হয়।

রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি বলেন, পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন আলফাজ শেখ। চার বছর আগে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটির জন্য সম্মেলন করা হয়েছে। তবে এখনো নতুন কমিটি ঘোষণা করা হয়নি। আলফাজ শেখ বর্তমানে দলের কেউ না।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলফাজ শেখসহ তিনজনকে আটক করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা