হোম > সারা দেশ > বাগেরহাট

দখলদারদের লোভে খুলনা বিভাগের ৩৭টি নদী সংকটাপন্ন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলা ও পশুর নদের মোহনায় নদী পরিদর্শন ও অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

দেশে এমন কোনো নদী বা জলাধার নেই যা দখলদারদের লোভের শিকার হয়নি। দখলদারদের লোভের কারণে খুলনা বিভাগের ৩৭টি নদী এখন সংকটাপন্ন। এর মধ্যে ২১টি নদী প্রবহমান নেই ও সাতটি নদী আংশিক প্রবহমান।

আজ শুক্রবার বাগেরহাটের মোংলা ও পশুর নদের মোহনায় নদী পরিদর্শন ও অবস্থান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ তথ্য জানান। ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), সুন্দরবন রক্ষায় আমরা ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘আমাদের নদীগুলো, আমাদের ভবিষ্যৎ’ স্লোগানে সকাল ৭টার দিকে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ মো. সেলিম।

অনুষ্ঠানে জানানো হয়, দেশে মোট নদীর সংখ্যা ১ হাজার ৮। এর মধ্যে খুলনা বিভাগে নদ-নদীর সংখ্যা ১৩৮। বিষ দিয়ে মাছ নিধনের ফলে সুন্দরবনের নদ-নদীর জলজ প্রাণী ও জীববৈচিত্র্য অস্তিত্বর সংকটে পড়েছে।

প্রধান অতিথি অধ্যক্ষ সেলিম বলেন, ‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হিসেবে গড়ে উঠেছে নদ-নদীগুলো। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা, যমুনা, পশুর, রূপসা, সুরমা, তিস্তাসহ অসংখ্য নদীর বিস্তৃত জালিকা বাংলাদেশের প্রাণ। কিন্তু জলবায়ু পরিবর্তন, উজানের দেশগুলোর পানি প্রত্যাহার, দূষণ, দখল, অপরিকল্পিত উন্নয়ন ও প্রশাসনিক দুর্বলতার কারণে বাংলাদেশের নদীগুলো আজ অস্তিত্ব সংকটে পড়েছে।’

এ সময় নারীনেত্রী কমলা সরকার জানান, রামপাল বিদ্যুৎকেন্দ্রের দূষণের ফলে সুন্দরবনের নদ-নদীর মাছে বিষাক্ত পদার্থ পাওয়া যাচ্ছে, যা মানবদেহের জন্য ক্ষতিকর। নদী ও সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানের সভাপতি নূর আলম বলেন, শিল্প বর্জ্য, প্লাস্টিক বর্জ্য, জাহাজের বর্জ্য এবং কৃষি রাসায়নিকের কারণে নদীদূষণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের নদীগুলোর অস্তিত্ব সংকটের আরেকটি প্রধান কারণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং লবণাক্ততার কারণে উপকূলীয় নদীগুলোর পানি ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়ছে। যা কৃষি ও সুপেয় পানির সংকট বাড়াচ্ছে। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গঙ্গার পানি প্রবাহ হ্রাসের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে সুন্দরবনের নদীগুলোতে লবণাক্ততা বাড়ছে। এর ফলে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ধ্বংস হচ্ছে।

এ সময় আরও বক্তব্য দেন পরিবেশ যোদ্ধা মোস্তাফিজুর রহমান মিলন, ধরার নেতা মোল্লা আল মামুন, সুন্দরবন রক্ষায় আমরার নাজমুল হক, পরিবেশকর্মী ইদ্রিস ইমন, নদী কর্মী হাছিব সরদার, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার ডলার মোল্লা ও মেহেদী হাসান।

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা