হোম > সারা দেশ > বাগেরহাট

মাহেন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মাহেন্দ্র-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাকিব নামের আহত আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিঘাট এলাকায় অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়। নিহত সাকিব হাকিমপুর কওমী মাদ্রাসার জামায়াত বিভাগের শিক্ষার্থী। তাঁর বাড়ি ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে।

এর আগে গতকাল শনিবার মধ্যরাতে ফকিরহাট উপজেলার শ্যামবাগাত মুন স্টার জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও অবস্থার অবনতি হলে সাকিবকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়।

এ ঘটনায় রাতে নিহতরা হলেন, হাফেজ আব্দুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমী মাদ্রাসার ছাত্র ছিলেন। নিহতদের মধ্যে আব্দুল্লাহ সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে। আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। আব্দুল্লাহ দাওরায় হাদিস শেষ বর্ষের শিক্ষার্থী এবং অপর দুজন অন্যান্য শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শিক্ষার্থীরা খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ শেষে বাগেরহাটে নিজ মাদ্রাসার উদ্দেশে ফিরছিলেন।

এদিকে রোববার সকাল ১০টায় হাকিমপুর মাদ্রাসা প্রাঙ্গণে নিহত তিন শিক্ষার্থীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে নিহতদের মরদেহ তাঁদের নিজ বাড়িতে নেওয়া হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহত হওয়ায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

হাকিমপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মাবুদ জানান, মাদ্রাসার ছাত্ররা শনিবার সন্ধ্যায় খুলনা আলিয়া কামিল মাদ্রাসায় আন্তর্জাতিক কিরাত সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। রাতে খুলনা থেকে সিএনজিযোগে মাদ্রাসার উদ্দেশ্য রওনা দেন। এ সময় শ্যামবাগাত এলাকার মুনস্টার জুট মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পার ট্রাকের সঙ্গে মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। এ সময় আরও ৪ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে সাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হলে পথিমধ্যে তিনি মারা যান।

জানাজায় অংশ নেওয়া বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বিরুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরা সকালেই মাদ্রাসায় গিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দাফন-কাফনে প্রাথমিক সহায়তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাদ্রাসা কর্তৃপক্ষকে যে কোনো প্রয়োজনে আমাদের জানাতে অনুরোধ করেছি।’ দুর্ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত এবং পরিবারের যেকোনো প্রয়োজনে সহযোগিতারও আশ্বাস দেন এই কর্মকর্তা।

 

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা