হোম > সারা দেশ > বাগেরহাট

পাসপোর্ট করতে এসে ধরা খেলেন রোহিঙ্গা তরুণী 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমিনা আক্তার জিগার নামের এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ওই তরুণী পাসপোর্ট করতে এলে অফিসের কর্মকর্তাদের সন্দেহ হয়, পরে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। 

আটক রোহিঙ্গা তরুণী কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার জাদিমুরা ক্যাম্পে অবস্থান করা খোকন রাহামাতুল্লাহর মেয়ে। 

এ বিষয়ে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক একে এম আবু সাইদ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে পাসপোর্ট করতে আসেন ওই তরুণী। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বিষয়টি খতিয়ে দেখা হয়। একপর্যায়ে বোঝা যায় ওই তরুণী বাংলাদেশি নাগরিক নন। পরবর্তীতে যাচাই-বাছাই করে তার পরিচয় নিশ্চিত হয়ে পুলিশে হস্তান্তর করা হয়।’ রোহিঙ্গা তরুণীর পাসপোর্ট করার ক্ষেত্রে অন্য কেউ জড়িতে আছে কি না সে বিষয়টিও ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। 

খোঁজ নিয়ে জানা যায়, রোহিঙ্গা তরুণী আমিনা আক্তার জিগার (১৫) জেলার মোড়লগঞ্জ উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. খোকন ও সাদিয়া বেগমের মেয়ে আমিনা আক্তার পরিচয়ে জন্ম নিবন্ধন তৈরি করে পাসপোর্টের আবেদন করেন। তার কাছে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রদত্ত জন্মনিবন্ধন সনদ রয়েছে। এই তরুণীর সঙ্গে পাসপোর্ট অফিসে এসেছিলেন বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের চকিদার মো. মিজান। 

সংশ্লিষ্টদের ধারণা, এই চক্রের সঙ্গে ইউডিসি উদ্যোক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব জড়িত রয়েছে। চকিদার মো. মিজান আজকের পত্রিকাকে বলেন, ‘পাসপোর্ট অফিসে ওই তরুণীর সঙ্গে আমি গিয়েছিলাম। কিন্তু সে যে রোহিঙ্গা এ বিষয়টি আমি জানতাম না।’ 

বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের সচিব মো. ইদ্রিস আজকের পত্রিকাকে বলেন, ‘উদ্যোক্তারা এই জন্মনিবন্ধন করেন। এ বিষয়ে আমি কিছু জানি না। 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘পাসপোর্ট অফিস থেকে আটক করে এক তরুণীকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টির আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

এর আগে ২০১৮ সালের ১৫ মার্চ চারজন, ২০২০ সালের ১২ মার্চ ১২ জন এবং ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ১৫ জন রোহিঙ্গাকে বাগেরহাট থেকে আটক হয়ে ছিলেন। পরবর্তীতে এসব রোহিঙ্গাদের কক্সবাজারের ক্যাম্পে পাঠানো হয়।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’