হোম > সারা দেশ > বাগেরহাট

রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ২ রুশ জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলা বন্দরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে এসে পৌঁছেছে দুটি জাহাজ। আজ রোববার বিকেলে ‘এমভি আনকা সান’ ও ‘এমভি স্পোডিল্লা’ নামে জাহাজ দুটি বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে নোঙর করে।

বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ আজকের পত্রিকাকে বলেন, ‘রূপপুরে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজের যন্ত্রাংশ নিয়ে বন্দরে দুটি বিদেশি জাহাজ ভিড়েছে। বিকেল থেকে জাহাজ থেকে বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজের পণ্য খালাস শুরু করা হয়েছে।’

রাশিয়া থেকে আসা ভানুয়াতুর পতাকাবাহী ‘এমভি আনকা সান’ জাহাজের বাংলাদেশের শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইনসের ব্যবস্থাপক সাধন কুমার চক্রবর্তী বলেন, ‘এ জাহাজে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের ১৯৭৯ প্যাকেজের ১ হাজার ৪০০ দশমিক ৪২ টন মেশিনারিজের পণ্য এসেছে। বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙর করার পর সেগুলো দুদিনের মধ্যে খালাস করে সড়ক পথে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।’ 

অপর জাহাজ লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি স্পোডিল্লা’ এসেছে ৪৩৬ প্যাকেজের ৫১৮ দশমিক ৪২১ টন মেশিনারিজ পণ্য নিয়ে। জাহাজের শিপিং এজেন্ট ইন্টারপোর্টের পরিচালক ক্যাপ্টেন শাহীন ইকবাল বলেন, ‘বন্দরের ৮ নম্বর জেটিতে বেলা ৩টার দিকে জাহাজটি নোঙর করে। এরপর জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। এ জাহাজ থেকেও দুই দিনের মধ্যে মেশিনারি পণ্য খালাস শেষে সড়ক পথে রূপপুরে পৌঁছে দেওয়া হবে।’ 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্য (হারবার ও মেরিন) কমোডর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার আজকের পত্রিকাকে বলেন, ‘সক্ষমতার দিক দিয়ে এই বন্দর এখন অনেক আধুনিক। দক্ষ জনবল দিয়ে আমদানি হওয়া দেশের বড় বড় সব মেগা প্রকল্পের পণ্য এ বন্দর দিয়ে খালাস হচ্ছে। আধুনিক সুযোগ–সুবিধার ফলে বিদেশিরাও এই বন্দর ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’