হোম > সারা দেশ > বাগেরহাট

২ দিনেও মধুমতী নদীতে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধার সন্ধান মেলেনি 

বাগেরহাট প্রতিনিধি

দুই দিনেও বাগেরহাটের মোল্লাহাটে মধুমতী নদীতে নিখোঁজ বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমানের (৭২) সন্ধান মিলেনি। আজ শনিবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাঁর কোনো সন্ধান পাননি। এর আগে বৃহস্পতিবার মধুমতীর গিরিশনগর খেয়াঘাটে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান উপজেলার কদমতলা গ্রামের মৃত আব্দুল হাই শেখের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।

হাফিজুর রহমানের মেয়ে ফারহান ইসরাত শাওন আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সামনে মধুমতী নদীতে আব্বু গোসল করতে যায়। পানির স্রোতে ভেসে যায়, তখন কাছেই ছিল একটি নৌকা। ওই নৌকার মাঝিকে শিশুরা বলেছিল, স্রোতে ভেসে যাওয়া লোককে নৌকায় তুলতে, কিন্তু মাঝি তাকে উদ্ধার করেনি। এরপর শিশুরা একসঙ্গে সাঁতরে এগোচ্ছিল, তখন সামনে বেশি স্রোতে তারাও ভেসে তলিয়ে যাওয়ার আশঙ্কায় কূলে ফিরে আসে এবং ডাক–চিৎকার করে।

‘ততক্ষণে ভেসে যায় আব্বু। তখন নাকি শেষবারের মতো হাত তুলে উদ্ধারের ইশারা করে তলিয়ে যায়। এ ঘটনায় শিশুরা ওই মাঝির প্রতি ক্ষোভ প্রকাশ করে। প্রশাসন ও ডুবুরিদের মাধ্যমে আমি আমার বাবার সন্ধান চাই।’

মোল্লাহাট ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার শরিফ আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মো. হাফিজুর রহমান মধুমতী নদীতে গোসল করতে নেমে স্রোতে ডুবে যায়—এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এরপর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। এ ছাড়া খুলনা থেকে অভিজ্ঞ ডুবুরিরা দলের সহযোগিতায় নদীতে তল্লাশি কাজ করা হয়।’ এখনো সন্ধান মেলেনি বলে জানান ওই কর্মকর্তা।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’