হোম > সারা দেশ > বাগেরহাট

ফকিরহাটে সন্তান জন্ম দিতে গিয়ে নারীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি 

আলী আহম্মেদ। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সন্তান জন্ম দিতে গিয়ে জেসমিন বেগম (২৭) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে মৃত নারীর স্বামী আলী আহম্মেদের (৬৫) বিরুদ্ধে মামলা করা হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

গ্রেপ্তার আলী আহম্মেদ উপজেলার পিলজংগ এলাকার মৃত কাওসার শেখের ছেলে।

পুলিশ ও মৃতের স্বজনেরা জানান, গত বুধবার দুপুরের দিকে আলী আহম্মেদ শেখের স্ত্রী জেসমিন বেগম (২৭) ঘরের পাশে বাথরুমে শিশুর জন্ম দেন। সন্তান জন্মের পরই তিনি মারা যান। একপর্যায়ে বাথরুমের প্যানের মধ্য থেকে শিশুর কান্না শুনে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে যান। শিশুটিকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে খুলনা শিশু হাসপাতালে পাঠানো হয়।

জেসমিন বেগম আলী আহম্মেদ শেখের দ্বিতীয় স্ত্রী। ওই দম্পতির ১০ ও ৬ বছরের আরও দুটি সন্তান রয়েছে। নবজাতক শিশুটি তাদের তৃতীয় সন্তান। শিশুটি সাত মাসের (গর্ভ) মাথায় ভূমিষ্ঠ হয়েছে বলে জানা গেছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শিমুল বলেন, সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ও শ্বাসকষ্টে মায়ের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তাঁরা।

মৃত জেসমিন বেগমের মা আমেনা বেগম ও ভাই দ্বীন ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে প্রতিবেশীর ফোন পেয়ে তাঁরা পাশের উপজেলা মোল্লাহাট থেকে আলী আহম্মেদের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, জেসমিন ঘরের মেঝেতে পড়ে রয়েছেন। এ সময় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁরা আরও জানান, জেসমিনের স্বামী সকাল থেকে বাড়ির বাইরে ছিলেন। মোবাইল ফোনে স্ত্রীর অসুস্থতা ও মৃত্যুর সংবাদ শুনেও তিনি আসেননি। এ ঘটনায় বুধবার রাতে মৃত জেসমিনের বাবা হাকিম মোল্লা জামাতা আলী আহম্মেদের বিরুদ্ধে অপরাধমূলকভাবে গর্ভপাত ঘটানো এবং শিশুকে পরিত্যাগ করার অভিযোগে একটি মামলা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, মৃত জেসমিন বেগমের স্বামী আলী আহম্মেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা