হোম > সারা দেশ > বাগেরহাট

নিজ ঘরের ট্রাংক থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালে লেপ-তোশকের ট্রাংক থেকে নীহারিকা হালদার (৭৫) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে রামপাল উপজেলার বেতকাঠা গ্রামে ওই বৃদ্ধার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা এখানে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

নিহত নীহারিকা হালদার বেতকাঠা গ্রামের মৃত ক্ষিতিশ হালদার স্ত্রী। নীহারিকা হালদারের একমাত্র ছেলে চাকরিজীবী। তার তিন মেয়ে বিবাহিত হওয়ায় তাঁরা স্বামীর বাড়িতে থাকেন। নীহারিকা তার স্বামীর বাড়িতে একা বসবাস করতেন। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, ‘গত ২ থেকে ৩ দিন ধরে তাঁর ঘরটি তালাবদ্ধ অবস্থায় দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে আজ সোমবার বিকেলে প্রতিবেশীরা তার মেজো মেয়ে রাধিকা শিকদারকে খবর দেয়। রাধিকা বাড়িতে এসে স্থানীয়দের সহায়তায় ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মধ্যে থাকা লেপ-তোশকের ট্রাংক থেকে দুর্গন্ধ বের হলে, তারা থানা–পুলিশে খবর দেয়।’ 

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘রামপাল থানা–পুলিশ ট্রাংকের তালা ভেঙে নীহারিকা হালদারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের