বাগেরহাটের মোল্লাহাটে ঈদে নানাবাড়ি বেড়াতে এসে ঘেরের পানিতে ডুবে মোনালিসা (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দারিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোনালিসা গোপালগঞ্জ সদর উপজেলার মানিক দে গ্রামের বশার কাজীর মেয়ে। শিশুটির নানার নাম সামচু কাজী।
নিহতের স্বজনেরা জানান, মোনালিসা তার মামাতো ভাই-বোনের সঙ্গে ঘেরে গোসল করতে যায়। পরে মোনালিসা ঘেরের পানিতে ডুব দিয়ে আর উঠতে পারেনি। এ সময় মামাতো ভাই-বোনেরা চিৎকার করলে স্থানীয়রা তাকে ঘেরের পানি থেকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, ‘দারিয়ালা গ্রামে পানিতে ডুবে শিশুমৃত্যুর খবর শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’