হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে পাচারের শিকার ৫৯ ব্যক্তি উদ্ধার, পাচারকারী বাবা-ছেলে আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে মানবপাচার চক্রের সদস্য বাবা-ছেলেকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল বুধবার রাতে খুলনা-মাওয়া মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে তাঁদের আটক করা হয়। এ সময় ওই বাস থেকে নারী ও শিশুসহ ৫৯ শ্রমিককে উদ্ধার করা হয়। ইট ভাটায় কাজ দেওয়ার কথা বলে তাঁদের পাচারের জন্য নেওয়া হচ্ছিল। আটক ব্যক্তিরা হলেন, খুলনা জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালী এলাকার বাসিন্দা মো. লিটন গাজী (৫৪) ও ছেলে মো. সোহাগ গাজী (১৯)। উদ্ধার শ্রমিকদের বাড়িও পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে আজ বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আজ বিকেলে খুলনা র‍্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ নিয়ে সহকারী পরিচালক (মিডিয়া) বজলুর রশীদ বলেন, লিটন গাজী ও তাঁর ছেলে মো. সোহাগ গাজী নড়াইলের একটি ইটভাটায় কাজ দেওয়ার কথা বলে নারী ও শিশুসহ ৫৯ জন দরিদ্র ও অসহায় শ্রমিককে একটি বাসে তোলেন। পরিকল্পনা অনুযায়ী তাঁদের নড়াইলে না নিয়ে খান জাহান আলী সেতু অতিক্রমে অন্যত্র নেওয়া হচ্ছিল। বিষয়টি বুঝতে পারেন শ্রমিকেরা। একপর্যায়ে জানতে পারেন যে তাঁদের চট্টগ্রামের হাটহাজারীতে নেওয়া হচ্ছে। এর পর তাঁরা বাসের মধ্যে হট্টগোল ও চিৎকার চেঁচামেচি শুরু করেন। একপর্যায়ে গাড়িটির পিছু নেয় র‍্যাব এবং ফকিরহাট এলাকা থেকে তাঁরা শ্রমিকদের উদ্ধার করেন এবং মো. লিটন গাজী ও তাঁর ছেলে মো. সোহাগ গাজীকে আটক করেন। তাঁদের বিরুদ্ধে মামলা করে আজ বৃহস্পতিবার বিকেলে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার শ্রমিকদের বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’