হোম > সারা দেশ > বাগেরহাট

মুরগির ঘর থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টার দিকে অজগরটি উদ্ধার করা হয়। পরে বিকেলে সাপটি বন বিভাগের কর্মচারীদের উপস্থিতিতে বনে অবমুক্ত করা হয়।

জানা যায়, আজ সকালে হাঁস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকিতে বাড়ির লোকজনের ঘুম ভাঙে। বাড়ির কর্তা আবদুর রাজ্জাক হাওলাদার বুঝতে পারেন সাপ বা বনবিড়াল জাতীয় কিছু একটা তাঁদের মুরগির ঘরে ঢুকেছে। তিনি এগিয়ে গিয়ে মুরগির ঘর খুলতেই দেখেন ভেতরে রয়েছে বিশাল এক অজগর। অজগরটি তিনটি রাজহাঁস এবং একটি পাতিহাঁস খেয়ে শুয়ে ছিল। 

তাৎক্ষণিক আবদুর রাজ্জাক হাওলাদার সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) দলনেতা মো. খলিল জমাদ্দারকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে সিপিজির দলনেতা সদস্য ফারুক, বাবুসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে সকাল ৭টার দিকে ওই বাড়ি থেকে অজগরটি উদ্ধার করেন।

এ বিষয়ে মো. খলিল জমাদ্দার বলেন, অজগরটি তিনটি রাজহাঁস এবং একটি পাতিহাঁস খেয়ে নড়াচড়া করার মতো অবস্থায় ছিল না। হাঁসগুলো খেয়ে হজম করতে পারেনি। মুরগির ঘর থেকে সাপটি বের করে আনলে এর মুখ থেকে চারটি হাঁসের মরদেহ বেরিয়ে আসে। অজগরটি ওজন প্রায় ১৬ কেজি। বিকেলে বন বিভাগের কাছে অজগরটি হস্তান্তর করা হয়। পরে বন বিভাগের কর্মচারীদের উপস্থিতিতে অজগরটি বনে অবমুক্ত করা হয়। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, আজ সকালে লোকালয় থেকে সিপিজির সদস্যরা একটি অজগর উদ্ধার করেন। সেটি বিকেলে অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’