হোম > সারা দেশ > বাগেরহাট

দুবলাচর থেকে জেলেবিহীন ফিশিংবোট উদ্ধার

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)

সুন্দরবনের দুবলাচর থেকে সাগরে ভাসমান জেলেবিহীন একটি ফিশিংবোট উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা। আজ মঙ্গলবার সকালে বোটটি উদ্ধার করা হয়।

দুবলা ফিশারম্যান গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন আহমেদ বলেন, আজ সকাল ৯টায় এফবি মায়ের দোয়া নামে একটি ফিশিংবোট আলোরকোল এলাকায় সাগরে ভাসতে দেখা যায়। বোটটিতে কোন মানুষ নেই কিন্তু জাল ও মাছ বোঝাই রয়েছে দেখে কোস্টগার্ড পশ্চিম জোনকে জানান হয়।

এ বিষয়ে জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় বলেন, বরগুনার পাথরঘাটার জনৈক ব্যক্তির মালিকানাধীন ফিশিংবোটটি নিয়ে গতকাল সোমবার সাগরে মাছ ধরতে যান জেলেরা। কিন্তু বোটের সেফ ভেঙে বিকল হয়ে যাওয়ায় তা সাগরে ভাসকে থাকে। ফলে বিকল হয়ে যাওয়া ওই বোটের জেলেরা অন্য একটি ফিশিংবোটে করে পাথরঘাটায় ফিরে যায়। 

কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শেখ মেজবাহ উদ্দিন আহমেদ মুঠোফোনে বলেন, কোস্টগার্ড সদস্যরা আজ সকালে আলোরকোল এলাকায় মানুষবিহীন জাল এবং মাছসহ ফিশিংবোট ভাসতে দেখে সেটিকে দুবলাচরে নিয়ে আসেন। বোট মালিকের সন্ধান পাওয়া গেছে। যথাযথ কাগজপত্র নিয়ে আসলে বোটটি ফেরত দেওয়া হবে। 

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড