হোম > সারা দেশ > বাগেরহাট

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় কোরিয়ান জাহাজ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ সামগ্রী নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এম ভি হুইউন হোপ। আজ সোমবার বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে এ জাহাজ। 

পরে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়। খালাসের পর মালামাল লাইটার জাহাজে করে নদীপথে স্থানান্তর করা হবে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়ের বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। 

জাহাজের স্থানীয় শিপিং এজেন্টের ব্যবস্থাপক মো. শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২ আগস্ট ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে কোরিয়ান পতাকাবাহী জাহাজ এম ভি এম ভি হুইউন হোপ। আজ জাহাজটি মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজে বঙ্গবন্ধু রেলসেতুর ১ হাজার ৭১৭ দশমিক ৫৫ মেট্রিক টন ওজনের ১৯৪ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী) এসেছে। 

তিনি আরও জানান, বেলা ১টার দিকে জাহাজ থেকে পণ্য খালাসের কাজ শুরু হয়েছে। খালাসের সঙ্গে সঙ্গেই এসব মালামাল লাইটার জাহাজে করে নদীপথে নেওয়া হচ্ছে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজ থেকে সব মালামাল খালাসে সময় লাগবে আরও তিন থেকে চার দিন বলে জানান এ শিপিং কর্মকর্তা। 

উল্লেখ্য, এর আগে গত ২১ ফেব্রুয়ারি এম ভি জুপিটার, ৫ মার্চ এম ভি হাইডং-০৯, ১৭ মে এম ভি সান ইউনিটি ও ৪ জুলাই এভার ভেনটেজ জাহাজ ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে আসে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’