হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে ২০ নারীকে ২ কোটি টাকার ঋণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে নারী উদ্যোক্তাদের নিয়ে ঋণ বিতরণ বিষয়ক কর্মশালা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের আয়োজনে জেলা শহরের ক্যাসেল আসারা হোটেলের মিলনায়তনে এই কর্মশালা হয়। এ সময় ২০জন নারী উদ্যোক্তার মধ্যে মোট দুই কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।

দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা। রুপালি ব্যাংকের বাগেরহাট অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের পরিচালক আবু সাঈদ আরিফ-উল-ইসলাম, রুপালি ব্যাংক লিমিটেডের খুলনা কার্যালয়ের বিভাগীয় প্রধান নিজাম উদ্দিন, সোনালী ব্যাংক লিমিটেডের বাগেরহাটের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুকুমার রায়, জনতা ব্যাংক লিমিটেডের বাগেরহাটের ডিজিএম মফিজুল ইসলাম ও রুপালি ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) মন্জুরুল ইসলাম, কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দেবদাস সরকার প্রমুখ।

এ ছাড়া কর্মশালায় বাগেরহাটের ২০টি সিডিউল ব্যাংকের প্রধান, নারী উদ্যোক্তা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, বাগেরহাট চেম্বার অব কমার্সের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশ নেন। এ দিন ২০জন নারী উদ্যোক্তাকে সর্বোচ্চ ২৫ লাখ টাকাসহ মোট দুই কোটি টাকার ঋণ বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা বলেন, ‘নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে রেখে একটা দেশকে অর্থনৈতিকভাবে উন্নতির শিখরে নিয়ে যাওয়া সম্ভব নয়। এ জন্য বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক কাজ করছে। একজন নারী উদ্যোক্তার ন্যূনতম যোগ্যতা যেমন জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, ব্যবসায়িক লেনদেনের রেকর্ড ও একটি ব্যাংক হিসেব থাকলে তাঁকে খুব সহজে ঋণ দেওয়া যাবে।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’