হোম > সারা দেশ > বাগেরহাট

চিতলমারীতে চাঁদাবাজি মামলার আসামি কচিকে যুবলীগ থেকে বহিস্কার

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে চাঁদাবাজি মামলার প্রধান আসামি মো. কচি সরদারকে (৪৫) যুবলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। চিতলমারী উপজেলা যুবলীগের আহ্বায়ক শেখ মো. নজরুল ইসলাম ও যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

আজ বুধবার সন্ধ্যায় চিতলমারী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের আরও কয়েকজনকে বহিষ্কার করা হবে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে বীর মুক্তিযোদ্ধা ও শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ এক বছরের জন্য নালুয়া হাট-বাজারের ইজারা পান। আবুল কালাম আজাদ তাঁর ভাগনে মো. রমজানকে নিয়ে উপজেলা পরিষদ থেকে বের হলে উপজেলা আওয়ামী যুবলীগ সদস্য মো. কচি সরদার ও ছাত্রলীগ নেতা ফেরদৌসের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল তাঁদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে গতিরোধকারীরা আবুল কালাম আজাদ ও তাঁর ভাগনে মো. রমজানকে মারপিট করে। এ সময় তাঁরা মারপিট ঠেকাতে ৩০ হাজার টাকা চাঁদা পরিশোধ করেন। এসব অভিযোগ তুলে ধরে ২৪ ফেব্রুয়ারি রাতে শিবপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. রমজান বাদী হয়ে মো. কচি সরদারকে প্রধান আসামি করে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফেরদৌসসহ ৫ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’