হোম > সারা দেশ > বাগেরহাট

বঙ্গোপসাগরে আটক ৩৪ ভারতীয় জেলেকে থানায় হস্তান্তর

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

ট্রলারসহ ভারতীয় জেলে আটক। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। গত রোববার রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া থেকে এ ট্রলার দুটি আটক করে নৌবাহিনীর জাহাজ বানৌজা খালিদ বিন ওয়ালিদ। পরে আটক ট্রলার দুটি সোমবার রাত ১১টায় মোংলার দিগরাজের নৌঘাঁটিতে আনা হয়। পরে তাদের মোংলা থানায় নেওয়া হয়।

মোংলা থানার পুলিশ জানায়, বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে রোববার রাতে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক ভারতীয় মাছ ধরার ট্রলারের উপস্থিতি দেখা যায়। এ সময় তারা ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চণ্ডী-৩৮’ নামে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। এতে ভারতীয় মোট ৩৪ জন জেলে রয়েছেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ প্রবেশ ও মাছ শিকারের অভিযোগে মঙ্গলবার সকালে দিগরাজ নৌঘাটির পিও রেজাউল করিম মোংলা থানায় একটি মামলা দায়ের করেন। আটক ভারতীয় জেলেদের বিকেলেই বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

মোংলা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, ‘ভারতীয় ট্রলার দুটিতে থাকা ৭ দশমিক ৮ মেট্রিক টন বিভন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আমরা সোমবার রাতেই নিলামে বিক্রি করি। ভ্যাটসহ মোট মাছ বিক্রি করা হয় ১৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকায়।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’