হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে মহাসড়কের পাশ থেকে ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের পাশ থেকে আজ বুধবার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় সড়ক বিভাগ। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটে মহাসড়কের পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে সড়ক বিভাগ। আজ বুধবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুর টোল প্লাজা থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের সম্পত্তি ও আইন কর্মকর্তা জ্যেষ্ঠ সহকারী সচিব পিযুষ চন্দ্র দের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় সওজ অধিদপ্তর বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে টোল প্লাজার দক্ষিণ পাশ, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কের দুই পাশ, জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীত পাশে, দশানীসহ বিভিন্ন এলাকায় মহাসড়কের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের পাশ থেকে আজ বুধবার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় সড়ক বিভাগ। ছবি: আজকের পত্রিকা

আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চালানো হবে বলে সওজের কর্মকর্তারা জানিয়েছেন। সওজ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম জানান, দুই দিনে বাগেরহাটের নওয়াপাড়া মোড় থেকে মহিষপুরা বাসস্ট্যান্ড পর্যন্ত ৪০ কিলোমিটার সড়কে এই অভিযান চালানো হবে।

আশরাফুল ইসলাম বলেন, ‘সড়কের অনেক জায়গা দখল করে পৌরসভা দোকানঘর নির্মাণ করে বরাদ্দ দিয়েছে। সেগুলো উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া কিছু কিছু জায়গায় প্রভাবশালীরা পাকা-আধা পাকা স্থাপনা নির্মাণ করেছেন। আবার অনেকে টংঘর তৈরি করে দোকান দিয়েছেন। আমরা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি উদ্ধার করব। আজকে সারা দিনে দুই শতাধিক স্থাপনা উদ্ধার করেছি। আগামীকাল বৃহস্পতিবারও এই অভিযান চলবে।’

পিযুষ চন্দ্র দে আজকের পত্রিকাকে বলেন, অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এরপরও যাঁরা স্থাপনা সরিয়ে নেননি, তাঁদের স্থাপনা অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে যাতে অবৈধ স্থাপনা গড়ে তুলতে না পারেন, সে জন্য তদারকি করা হবে।

নওয়াপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র: ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিৎসাসেবা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা