হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে ফিরল মহিষ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাঘের মুখ থেকে ফিরে এল এক মহিষ। মারাত্মক জখম নিয়ে সুন্দরবন থেকে ফিরে আসা মহিষটি অবশ্য জবাই করে মাংস বিক্রি করেছেন মালিক। মহিষটির গায়ে আঘাতের চিহ্ন দেখে বোঝা যায় প্রাণপণ লড়াই করেই প্রাণ নিয়ে ফিরেছিল প্রাণীটি। 

গত বৃহস্পতিবার সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানী টহল ফাঁড়ি এলাকার বনাঞ্চলে ঘটনাটি ঘটে বলে জানান সংশ্লিষ্ট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা। 

মহিষের মালিক শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের সোবাহান হাওলাদার জানান, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় তাঁদের গ্রামের অনেক মহিষ ঘাস খেতে সুন্দরবনে যায়। তাঁর মহিষটি সময়মতো লোকালয় ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাঘের আক্রমণে মারাত্মক জখম অবস্থায় বন থেকে মহিষটি উদ্ধার করেন। 

বাঘের সঙ্গে লড়াই করে মহিষটি জীবন বাঁচিয়েছে বলে ধারণা সোবাহান হাওলাদারের। তিনি বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হয় বাঘটি পেছন দিক থেকে মহিষটিকে আক্রমণ করেছিল। পেছনের দুটি পায়ে বাঘের নখ ও দাঁতের আঘাতের চিহ্ন রয়েছে। 

মালিক পরে আহত মহিষটি জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন। 

দাসের ভাড়ানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, সুন্দরবনের বাঘের সঙ্গে মহিষের লড়াইয়ের ঘটনা শুনেছেন। ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় লোকালয় থেকে সহজেই গরু মহিষ সুন্দরবনে ঢুকে পড়ে। ফলে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে। তিনি এ ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ