ঢাকা: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব মুহাম্মদ আজিজুর রহমানকে বাগেরহাটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজিজুরকে ডিসি নিয়োগ দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে, প্রজ্ঞাপনটি সোমবার প্রকাশ করা হয়েছে।
অন্যদিকে বাগেরহাটের ডিসির দায়িত্ব চালিয়ে আসা এ এন এম ফয়জুল হককে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব করা হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সেলিম উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য খাদিজা বেগমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।