হোম > সারা দেশ > বাগেরহাট

মোরেলগঞ্জে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে আম্বিয়া বেগম (৪৫) নামের এক বিধবা নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কিসমত জামুয়া গ্রামে ওই নারীর বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আম্বিয়া বেগম কিসমত জামুয়া গ্রামের মৃত সেকেন্দার আলী খানের স্ত্রী। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর গলা কেটে রেখে যায় বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আম্বিয়া বেগমের একমাত্র ছেলে বাদশা খান চাকরির সুবাদে ঢাকায় থাকতেন। ফলে বাড়িতে একাই থাকতেন এই নারী। স্থানীয়দের সাহায্য-সহযোগিতা ও ছেলের পাঠানো সামান্য অর্থে কোনোমতে চলত আম্বিয়ার দিন। 

স্থানীয় গ্রাম পুলিশ আব্দুল আজিজ বলেন, ‘আম্বিয়ার স্বামী সেকেন্দার আলী ভিক্ষা করে সংসার চালাতেন। স্বামী মারা যাওয়ার পরে খেয়ে-না খেয়ে কোনোমতে দিন যেত আম্বিয়ার। সরকারি জায়গায় ঘর বানিয়ে ছিলেন। সকালে ঘরের বাইরে রক্ত দেখে এক ব্যক্তি আমাকে জানায় এই হত্যাকাণ্ডের বিষয়। পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে।’

মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যার কারণ সম্পর্কে জানতে পুলিশ কাজ শুরু করেছে।

নওয়াপাড়া উপস্বাস্থ্যকেন্দ্র: ফার্মাসিস্ট দিয়ে চলছে চিকিৎসাসেবা

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা