হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ আটক ৫

বাগেরহাট প্রতিনিধি

জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র, মাদকসহ পাঁচজনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গতকাল শুক্রবার (২১ মার্চ) বিকেলে ভদ্রা নদীর সুন্দরবন বন বিভাগের অফিস এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি নৌকা তল্লাশি করে ১২টি দেশীয় অস্ত্র, ৯টি ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাঁরা সবাই কুখ্যাত সুমন বাহিনীর সদস্য। আজ শনিবার (২২ মার্চ) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), মো. আজিম (২৬) ও মো. মেজবাহ (১৯)। তাঁদের বিরুদ্ধে আগে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তাঁরা ওই সব মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। আজ শনিবার সকালে জব্দ মালামালসহ তাঁদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আজকের পত্রিকাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমন বাহিনীর পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করা হয়। উপকূল ও নদীতীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’