হোম > সারা দেশ > বাগেরহাট

ডেঙ্গু শনাক্তের ১২ ঘণ্টার মাথায় শিশুর মৃত্যু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় ডেঙ্গু শনাক্তের ১২ ঘণ্টার মাথায় কৌশিক নন্দী নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাতে শিশুটি জ্বরে আক্রান্ত হয়। গতকাল রাতে (শনিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা–নিরীক্ষার পর শিশুর ডেঙ্গু শনাক্ত হয়।

সে উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা সমির কুমার নন্দীর পুত্র।

শিশুর বাবা জানান, শুক্রবার রাতে তার শিশু পুত্র কৌশিক নন্দী জ্বরে আক্রান্ত হয়। শনিবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তহিদুল ইসলামের কাছে নিয়ে গেলে পরীক্ষা–নিরীক্ষার পর তিনি জানান, তার শিশু পুত্র ডেঙ্গু আক্রান্ত হয়েছে। শিশুটির অবস্থা খারাপ হলে আজ (রোববার) সকাল ৮টা দিকে সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তহিদুল ইসলাম জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশু কৌশিককে গতকাল শনিবার রাত ৮টার দিকে তার কাছে নিয়ে আসলে তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয় গোপাল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘শরণখোলায় প্রথম এই শিশুটি ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে। প্রতিদিন অনেক রোগী জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছে। গত এক সপ্তাহে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’ অপরজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ছাড়া ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে বলে জানান ডা. প্রিয় গোপাল বিশ্বাস।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’