বাগেরহাটে বিদেশি পিস্তলসহ মো. নয়ন কাজী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে সদর উপজেলার মুক্ষাইট এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়।
আটক মো. নয়ন কাজী (৪০) মুক্ষাইট এলাকার মো, আব্দুল মজিদ কাজীর ছেলে। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, বিশেষ ক্ষমতা আইন, চুরি ও অস্ত্র মামলাসহ ৯টি মামলা রয়েছে।
বাগেরহাট পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ নয়ন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।’