হোম > সারা দেশ > বাগেরহাট

খুলনায় ক্ষুরের আঘাতে বাগেরহাট এসপি অফিসের প্রধান সহকারী জখম

খুলনা প্রতিনিধি

প্রতীকী ছবি

খুলনায় দুর্বৃত্তের ক্ষুরের আঘাতে বাগেরহাট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান সহকারী মো. হাফিজুর রহমান (৫৮) গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের আহসান আহমেদ রোডে ল কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত হাফিজুর রহমান ওই এলাকার বাসিন্দা মোজাহার আলীর ছেলে। তিনি বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে বিভিন্ন ডকুমেন্টসহ দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছিলেন। অভিযোগপত্র দেওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাফিজুর রহমান ফুচকা ও কাঠগোলার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ দুই যুবক তাঁর ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তারা ক্ষুর দিয়ে তাঁর পিঠে কয়েকটি আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ওসি বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাগেরহাটের এসপি তৌহিদুল আরিফের ব্যাপক দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে ডকুমেন্টসসহ দুদকে আবেদন করার পর থেকে হাফিজুর নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এ ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না, জানতে চাইলে ওসি বলেন, ‘এখনই কোনো মন্তব্য করা ঠিক নয়, আমরা তদন্ত করে কারণ উদ্‌ঘাটনের চেষ্টা করছি।’

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু