হোম > সারা দেশ > বাগেরহাট

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ১৩ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা জেলেরা উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসতে থাকা ‘এমভি মা-বাবার দোয়া’ ট্রলারসহ ১৩ জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে গতকাল বুধবার বিকেলে সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রের মধ্য থেকে এই জেলেদের উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ড মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এসব তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বেলা ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল আসে ‘এমভি মা-বাবার দোয়া’ নামের একটি ফিশিং ট্রলার গত চার দিন ধরে ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসমান আছে। মাছ ধরার ট্রলারটি সুন্দরবনের দুবলারচরের আলোরকোল থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্রে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা পশ্চিম জোন আউটপোস্ট দুবলা থেকে চার সদস্যের একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিক অভিযানে যায়। এরপর উদ্ধারকারী দল ট্রলারটির অবস্থান শনাক্ত করে ১৩ জেলেকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, উদ্ধার করা ট্রলারটির মালিকপক্ষকে বিষয়টি জানানো হয়েছে, তাঁরা নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলারটি দুবলার চরে নিয়ে মেরামত করবেন এবং পরে সুবিধাজনক সময় বরিশালে নিয়ে যাবেন।

জানা গেছে, ট্রলারটি বরিশালের পাথরঘাটা থেকে ১২ দিন আগে মাছ ধরার উদ্দেশ্যে জেলেদের নিয়ে সমুদ্রে যাত্রা করে। আট দিন পর হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসছিল। তবে ট্রলারে থাকা খাদ্যসামগ্রী ফুরিয়ে আসছিল বলে জেলেদের বরাত দিয়ে জানায় কোস্ট গার্ড।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’