হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনের খালে কীটনাশক দিয়ে মাছ শিকার, কারাগারে ৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় সুন্দরবনের মরাপশুর খালে কীটনাশক দিয়ে মাছ শিকারের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতার ভাইসহ ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে আদালতের নির্দেশনা অনুযায়ী তাঁদেরকে খুলনা জেলা কারাগারে পাঠায় পুলিশ। গতকাল সোমবার রাতে বনরক্ষীরা তাঁদের আটক করেন। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পূর্ব সুন্দরবনের সহকারী বনসংরক্ষক (এসিএফ) রানা দেব। তিনি বলেন, প্রতিনিয়ত আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে কীটনাশক দিয়ে মাছ শিকার করে আসছে জেলে নামধারী একদল দুর্বৃত্ত। তাদের কোনোভাবেই থামানো যাচ্ছে না।

সোমবার কীটনাশক দিয়ে মরাপশুর খালে মাছ শিকার করছিল একদল দুর্বৃত্ত। খবর পেয়ে টহলরত বনরক্ষীরা সেখানে গিয়ে ছয়জনকে আটক করে বলে জানান এসিএফ রানা দেব। 

কারাগারে পাঠানো ব্যক্তিদের মধ্যে বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল হাওলাদারের ছোট ভাই ফরিদ হাওলাদার (৪৫) রয়েছেন। বাকি পাঁচজন হলেন সজিব বয়াতি (২০), চঞ্চল হাওলাদার (২৫), মো. লিটন হাওলাদার (২৬), মো. বশিরুল খান (২৮) ও আউয়াল খান (২৭)। তাঁদের সবার বাড়ি চিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। 

ওই ৬ জনের কাছ থেকে দুই বোতল কীটনাশক, কীটনাশকযুক্ত ৪০ কেজি বিভিন্ন মাছ, দুটি নৌকা ও দুই সেট অবৈধ ‘টোন জাল’ উদ্ধার করেন বনরক্ষীরা। তাঁদের নামে পূর্ব সুন্দরবনের মরাপশুর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বাদী হয়ে আজ মঙ্গলবার খুলনার দাকোপ থানায় বন আইনে মামলা করেন বলে জানান এসিএফ রানা দেব। 

কীটনাশক দিয়ে মাছ শিকারের বিষয়ে জানতে চাইলে কারাগারে যাওয়া ফরিদ হাওলাদারের ভাই চিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল হাওলাদার বলেন, ‘যে যেমন কর্ম করবে, তাঁর তেমন ফল ভোগ করতে হবে। আমি কোনো অন্যায়কে সমর্থন করি না।’ 

তবে ভাইকে ছাড়াতে নজরুল হাওলাদার বন বিভাগের কর্মকর্তাদের কাছে আজ সকাল থেকে বিভিন্ন তদবির করে ব্যর্থ হয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে এক বন কর্মকর্তা জানান।

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের