হোম > সারা দেশ > বাগেরহাট

চলাচলের অযোগ্য পুল নিয়ে বিপাকে মোরেলগঞ্জে মানুষ

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী গ্রামের ঘোপের খালের পুলটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। জনগুরুত্বপূর্ণ পুলটি এখন চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে আছে। স্থানীয়ভাবে জোড়া-তালি দিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করা হলেও ৩ মাস ধরে সেই চেষ্টাও বন্ধ রয়েছে। 
 
খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নের ঐতিহ্যবাহী রফিজস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের সামনের এ পুলটি অকেজো হয়ে পড়ায় বিপাকে পড়েছেন সহস্রাধিক জনসাধারণ। এ পুলের উভয় পাড়ে রয়েছে রফিজ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় সহ ১০৩ নম্বর গুলিশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুলিশাখলী ফাজিল মাদ্রাসা, গুলজিয়া আলিম মাদ্রাসা, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান। 

ইউপি সদস্য মিরাজুল ইসলাম মিলন জানান, ৩ বছর আগে পূর্বে পুলটি একবার রিপিয়ারিং করা হয়েছিল। গত ৬ মাস আগে পুলটির জরাজীর্ণ অবস্থায় এলাকার লোকজন ঝুঁকি নিয়ে চলাচল করত। বর্তমানে পুলটি ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জনগুরুত্বপূর্ণ এ পুলটি এখন সংস্কারের পর্যায়ে নেই। প্রয়োজন পুনর্নির্মাণের। 
 
ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু বলেন, পুলটি প্রায় দেড় শ ফুট লম্বা। এটি মেরামতের জন্য বড় বরাদ্দ দরকার। কিন্তু এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের তেমন তহবিল নেই। বরাদ্দ পেলে ব্যবস্থা করা হবে। 

উপজেলা সহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, এ পুলটি এখন পুনর্নির্মাণ প্রয়োজন। সরকারি বরাদ্দ সাপেক্ষে পুলটি নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’