হোম > সারা দেশ > বাগেরহাট

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। নানা এলাকা থেকে ছুটে আসা মুসল্লিদের ভিড়ে আজ শুক্রবার নামাজের আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ।

নামাজে ইমামতি করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

চট্টগ্রাম থেকে আসা মুসল্লি আলী হোসেন বলেন, ‘প্রতিবছর অন্তত একবার ষাটগম্বুজ মসজিদে আসার চেষ্টা করি। রমজানের প্রথম জুমায় এখানে আসতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। এখানে নামাজ পড়লে একধরনের মানসিক প্রশান্তি অনুভব করি, যা অন্য কোথাও পাই না। মসজিদের ইতিহাস, স্থাপত্যশৈলী আর পরিবেশ মন ছুঁয়ে যায়।’

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ভারপ্রাপ্ত ইমাম নাসির উদ্দিন জানান, রমজানের প্রথম জুমায় প্রতিবছর মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকে। আর দুজন স্বনামধন্য হাফেজ দিয়ে খতমে তারাবি পড়ানো হয়। এখানে প্রতিদিন দেড় শ থেকে দুই শ মানুষ ইফতার করেন। কখনো এ সংখ্যা বাড়ে। রমজানে দূরদূরান্ত থেকে অনেক মুসল্লি আসেন। তাঁদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়।

ব্রকলি চাষে নারীর ভাগ্যবদল

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা