হোম > সারা দেশ > বাগেরহাট

রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে পবিত্র রমজান মাসের প্রথম জুমার নামাজে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নেমেছে। নানা এলাকা থেকে ছুটে আসা মুসল্লিদের ভিড়ে আজ শুক্রবার নামাজের আগেই পরিপূর্ণ হয়ে যায় মসজিদ।

নামাজে ইমামতি করেন মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মো. নাসির উদ্দিন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

চট্টগ্রাম থেকে আসা মুসল্লি আলী হোসেন বলেন, ‘প্রতিবছর অন্তত একবার ষাটগম্বুজ মসজিদে আসার চেষ্টা করি। রমজানের প্রথম জুমায় এখানে আসতে পারা সত্যিই ভাগ্যের ব্যাপার। এখানে নামাজ পড়লে একধরনের মানসিক প্রশান্তি অনুভব করি, যা অন্য কোথাও পাই না। মসজিদের ইতিহাস, স্থাপত্যশৈলী আর পরিবেশ মন ছুঁয়ে যায়।’

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ভিড়। ছবি: আজকের পত্রিকা

ভারপ্রাপ্ত ইমাম নাসির উদ্দিন জানান, রমজানের প্রথম জুমায় প্রতিবছর মুসল্লিদের উপচে পড়া ভিড় থাকে। আর দুজন স্বনামধন্য হাফেজ দিয়ে খতমে তারাবি পড়ানো হয়। এখানে প্রতিদিন দেড় শ থেকে দুই শ মানুষ ইফতার করেন। কখনো এ সংখ্যা বাড়ে। রমজানে দূরদূরান্ত থেকে অনেক মুসল্লি আসেন। তাঁদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়।

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’

বাগেরহাটে ঘের থেকে মৎস্য ব্যবসায়ীর লাশ উদ্ধার

পর্যটকদের পদচারণে মুখর সুন্দরবনের কটকা

কোনো গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে: ফরিদা আখতার

বনজীবী-রক্ষীরা চিকিৎসাবঞ্চিত

ফকিরহাটে ভৈরব নদ: খননেও মেলেনি সুফল, বাধা ওয়াসার পাইপ

আ.লীগের দুই নেতাকে বিএনপির মনোনয়ন

বাগেরহাটের চিতলমারী: অবৈধ বালু উত্তোলনে বিলীন হচ্ছে ফসলি জমি ও রাস্তাঘাট

বাগেরহাটের চারটি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যাঁরা

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের