বাগেরহাট শহরের দশানী-কাঠাল এলাকায় পুরোনো প্লাস্টিক রিসাইক্লিং কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এলাকাবাসী এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘প্লাস্টিক কারখানার গন্ধ ও শব্দে এলাকায় বসবাস করার উপায় নেই। আমাদের আবেদনে জেলা প্রশাসনের কারখানা বন্ধ করে দিলেও গোপনে মালিক কারখানা চালিয়ে যাচ্ছেন।’ তারা অনতিবিলম্বে এই কারখানা সিলগালা করে দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, দশানী-কাঠাল এলাকার বাসিন্দা শেখ জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান, জেবুন্নেছা খানম, শাহিনা খানম, শিক্ষার্থী জান্নাতুল, আয়শা আক্তার প্রমুখ।