হোম > সারা দেশ > বাগেরহাট

খুলনায় ইউপি সদস্য হত্যা: ৫ আসামি বাগেরহাটে গ্রেপ্তার 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে রামপাল উপজেলার ফয়লা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের। গ্রেপ্তারের পর জানা যায়, খুলনার নগরীর দীঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আরিফ হত্যা মামলার আসামি তাঁরা। 

এ সময় তাঁদের কাছ থেকে ২টি লোহার তৈরি ওয়ান শুটার গান, ৬ রাউন্ড গুলি, ৫টি স্মার্ট মোবাইল ফোন, ৩টি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। 

আজ বৃহস্পতিবার বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার তোহিদুল আরিফ। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা দৌলতপুর থানার মহেশ্বরপাশার বনিকপাড়া এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহরিয়ার (২৩), ক্রসরোড এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ঘোষপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে মো. আসিফ মোল্লা (২০), বুচিতলা এলাকার আলমগীরের ছেলে মো. ইমন হাওলাদার (২১)। 

পুলিশ সুপার তোহিদুল আরিফ বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা আরিফ হত্যার সঙ্গে জড়িত। তারা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সেটি পরে জানা গেছে। তারা আর কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা এবং বাগেরহাটে কোনো কিলিং মিশন পরিচালনার জন্য এসেছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হবে। আসামিদের আদালতের সোপর্দের পরে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, গত ২৪ জুন রাত পৌনে ১২টার দিকে খুলনা নগরীর কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়। আরিফ দীঘলিয়া উপজেলার যোগীপোল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও নগরীর ৩৩ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ছিলেন। 

তিনি কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা সিআইডির অবসরপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বাদী হয়ে নগরীর আড়ংঘাটা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’