হোম > সারা দেশ > বাগেরহাট

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে সংসদ সদস্যের ঈদ

বাগেরহাট প্রতিনিধি

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে ঈদুল আজহা উদ্‌যাপন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়। আজ রোববার সকালে ঈদের নামাজ শেষে নেতা-কর্মীদের নিয়ে বাগেরহাট সদর উপজেলার চূড়ামণি আশ্রয়ণ প্রকল্পে পৌঁছান তিনি। সেখানকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে গরু জবাই করেন তন্ময়। প্রতি পরিবারকে ১ কেজি গরুর গোশত, ১ কেজি পোলাও চাল বিতরণ করেন। 

এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।

ঘোষণা ছাড়াই ঈদের দিনে সংসদ সদস্যকে কাছে পেয়ে খুশি আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দারা। তাঁরা বলেন, ঘর-বাড়ি ছাড়া খুবই অসহায় অবস্থায় থাকতাম। প্রধানমন্ত্রী জমিসহ পাকা ঘরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ঈদের দিনে না চাইতেই গোশত ও পোলাও চাল পেলাম। আমরা খুব খুশি হয়েছি। তাঁদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন তাঁদের ভাল করেন।

এ দিন বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পের ২৫৩ জন দরিদ্র মানুষের মধ্যে ১ কেজি গরুর গোশত ও ১ কেজি পোলাও চাল বিতরণ করা হয়।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’