হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে আ. লীগ নেতার বাড়ি থেকে অস্ত্র–গুলি উদ্ধার 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জামান বদির বাড়িতে অভিযান চালিয়ে একনলা বন্দুক ও ১৯ রাউন্ড জব্দ করেছে পুলিশ। আজ বুধবার শহরের নাগেরবাজার এলাকার বাড়িটিতে এ অভিযান চালানো হয়। তবে উদ্ধার হওয়া অস্ত্রটি লাইসেন্সকৃত বলে দাবি করেন বাড়ির সদস্যরা।

অভিযানে বদির ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক ভিপি সরদার ইয়াছির আরাফাত নোমানের কক্ষ থেকে কলেজের গুরুত্বপূর্ণ নথিপত্র ও শিক্ষার্থীদের নাম লিখে পিন মেরে রাখা বেশ কিছু টাকা জব্দ করেছে পুলিশ। কলেজ সংক্রান্ত একটি ব্যাংক চেকের বই উদ্ধার করা হয়। চেক বইটির কয়েকটি পাতায় স্বাক্ষরও ছিল শিক্ষকদের। কলেজের বিভিন্ন খাতে টাকা আদায়ের বেশ কিছু রসিদ উদ্ধার করা হয়।

অভিযানের সময় আওয়ামী লীগ নেতা সরদার বদিউজ্জামান বদি, তার বড় ছেলে সরকারি পিসি কলেজের সাবেক ভিপি ও ছাত্রলীগ নেতা সরদার ইয়াছির আরাফাত নোমান, মেজ ছেলে ব্যাংক কর্মকর্তা আরমান সরদার ও জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান বাড়িতে ছিলেন না। তারা কোথায় আছেন সে বিষয়ে কিছু জানায়নি পরিবারের সদস্যরা।

এর আগে একই এলাকায় যুবলীগ নেতা মো. সোহেল ওরফে কালা সোহেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় কালা সোহেল বাড়িতে ছিল না। সোহেল এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং বাগেরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. আনারুল হত্যা মামলার আসামি।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশের অভিযান শুরু হয়েছে। অভিযানের প্রথম দিনে আওয়ামী লীগের নেতার বাসা থেকে একটি বন্দুক ১৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বন্দুকের বৈধ লাইসেন্স আছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া তার ছেলের কক্ষ থেকে বেশকিছু কাগজপত্র ও টাকা উদ্ধার করা হয়েছে।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’