হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে বেকারির ফ্যাক্টরিতে আগুন, একজন নিহত

প্রতিনিধি

বাগেরহাট: বাগেরহাট শহরে বেকারির ফ্যাক্টরিতে আগুন লেগে আজিম শেখ(১৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গত শনিবার (১৭ এপ্রিল) রাত দশটায় বাগেরহাট শহরের নাগের বাজারস্থ কচুয়াপট্টি এলাকায় সুমন বেকারির জ্বালানী ঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এই বেকারীর মালিক রমেশ সাহা।

স্থানীয় এলাকাবাসী, রেড ক্রিসেন্টের সদস্য, পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষণে কারখানার মধ্যে থাকা বেকারীর বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

পরের দিন রোববার (১৮ এপ্রিল) ভোরে ফ্যাক্টরির দোতলায় কাঠের গুরির স্তুপ থেকে আজিমের মরদেহ  উদ্ধার করে পুলিশ।নিহত আজিম শেখ বাগেরহাট সদর উপজেলার কোন্ডলা গ্রামের এমদাদ সরদারের ছেলে।

নিহত আজিমের মা মাফিয়া বেগম বলেন, অভাবের কারণে তিন বছর আগে সন্তানকে কাজ করতে  দিয়েছিলাম, আজ আগুনে পুড়ে মারা গেল। আমি আমার সন্তানের মুখটাও দেখতে পারলাম না।   

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারি পরিচালক গোলাম সরোয়ার বলেন, ফ্যাক্টরির দোতলায় কাঠের গুড়ির রুমের পাশে একটি মটর রয়েছে। সেখানে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বেকারির মালিকের হয়ত তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে যাই।আগুন নেভানোর পরে ফ্যাক্টরি তল্লাশি করে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’