হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবন থেকে অপহরণ হওয়া ১১ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

সুন্দরবনে মাছ ধরার সময় অপহরণ হওয়া ১১ জেলেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। 

জেলেদের মধ্যে শরণখোলা থানার পুলিশ তিনজনকে এবং মোংলা থানার পুলিশ আটজনকে উদ্ধার করেছে। তাঁরা হলেন হানিফ হাওলাদার (৪৮), সোহেল মল্লিক (২৮), আসাদুল শেখ (৩২), মো. আকরাম হোসেন (৪২), আনিচ শেখ (২২), মো. মিলন শেখ (২৩), মো. রফিকুল ইসলাম খান (৩৫), শুকুর আলী বেপারি (৩০), মো. মনির বেপারী (৩৬), মো. অলি শিকদার (৪৮) ও মো. বকতিয়ার বেপারী (৩৫)। তাঁরা বাগেরহাট সদর, রামপাল, মোংলা, মোরেলগঞ্জ ও খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। 

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, জেলেদের অপহরণের খবর পেয়ে পুলিশ সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে মোংলা ও শরণখোলা এলাকা থেকে ১১ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

জানা গেছে, গত ১৫ ডিসেম্বর বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বেড়ির ও হরমল খালে মাছ ধরতে যাওয়া জেলেবহর থেকে ১১ জনকে অপহরণ করে দস্যুরা। পরে জনপ্রতি ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। 

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’