হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলা নৌপথের নিরাপত্তায় কোস্ট গার্ডের লিফলেট বিতরণ

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা নৌপথের নিরাপত্তায় কোস্ট গার্ডের সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথের নিরাপত্তায় কোস্ট গার্ড পশ্চিম জোন নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের কাজ শুরু করেছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।

আজ বুধবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূল ও নদীর তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ ও নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে এ বাহিনী।

হারুন-অর-রশীদ বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন খুলনার রূপসা, কয়রা, নলিয়ান, বাগেরহাটের মোংলা, শরণখোলা ও সাতক্ষীরা জেলার কৈখালীর গুরুত্বপূর্ণ ঘাটসমূহে জননিরাপত্তা দেওয়ার লক্ষ্যে বিশেষ টহল, জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি ও বোট/নৌযানসমূহে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে।

হারুন-অর-রশীদ আরও বলেন, দুষ্কৃতকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে, সে জন্য সদা তৎপর রয়েছেন কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। ফলে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। কোস্ট গার্ডের কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত আছে এবং ঈদুল আজহা-পরবর্তী যাত্রীসাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে এই কার্যক্রম চলমান থাকবে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’