হোম > সারা দেশ > বাগেরহাট

এইচএসসি পরীক্ষায় ফেল করার খবর পেয়ে ‘বিষপানে’ ছাত্রীর মৃত্যু

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে ‘বিষপানে’ হাসি মণ্ডল (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসি মণ্ডল ওই গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডলের মেয়ে।

পরিবারের দাবি, এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তিনি ‘আত্মহত্যা’ করেছেন। তিনি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন। আজ পরীক্ষার ফলাফল শোনার পর তিনি বিষ পান করেন। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে জরুরি বিভাগের চিকিৎসক কাজী ইরানুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মামুন হাসান বলেন, হাসি মন্ডলকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল।

হাসি মণ্ডলের বাবা রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, ‘হাসি কালিদাস বড়াল স্মৃতি মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিল। সে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছিল। আজ পরীক্ষার ফলাফল দেয়। ইংরেজি বিষয়ে ফেল করায় সে বিষপান করে আত্মহত্যা করে।’

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, ‘হাসপাতাল থেকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের অনুরোধে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড