হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নারী ইউপি সদস্যের রাইস মিল থেকে সরকারি সার উদ্ধার 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের রাইস মিল থেকে পাঁচ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সারগুলো উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়। 

পরে যে কৃষকদের নামে তা বরাদ্দ ছিল, তাঁদের ডেকে সার বুঝিয়ে দেওয়া হয়। তবে স্থানীয়দের দাবি, ওই নারী ইউপি সদস্যের স্বামী এই সার বিক্রি করে দিতে চেয়েছিলেন। 

নারী ইউপি সদস্যের নাম রিনা বেগম। তিনি গজালিয়া ইউনিয়ন পরিষদের ৩ (৭, ৮ ও ৯) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য। 

লড়ারহাট বাজারের সার বিক্রেতা মাসুদুল আলম বলেন, ‘সকালে এসে দোকানের সামনে পাঁচ বস্তা সরকারি সার দেখতে পাই। পরে জানতে পারি নারী ইউপি সদস্য রিনা বেগমের স্বামী হায়বাত শেখ বিক্রি করার জন্য এই সার আমার দোকানের সামনে এনে রেখেছেন। সরকারি, কিনব না বলে আমি হায়বাতের রাইস মিলে পাঠিয়ে দিয়েছি।’ 

মো. হাসান নামের এক ব্যক্তি বলেন, ‘হায়বাতের রাইস মিলে সার দেখে স্থানীয় লোকজন নিয়ে আমরা সবাইকে খবর দিই। পরে উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা এসে সারগুলো নিয়ে ইউনিয়ন পরিষদে চলে যান। মূলত এই সার স্থানীয়ভাবে বিক্রি করে দিতে চেয়েছিলেন মেম্বার। কিন্তু লোকজনে জানাজানি হওয়ায় এখন যাদের সার তাদের দিয়ে দেওয়া হচ্ছে।’ 

নারী ইউপি সদস্য রিনা বেগম বলেন, ‘কৃষকদের দেওয়ার জন্য কয়েক দিন আগে কৃষি অফিস থেকে সারগুলো আনা হয়েছিল, কিছু কৃষককে দেওয়া হয়েছে। হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে থাকার কারণে সাতজন কৃষকের দিতে পারিনি। ভেবেছি পরে দিয়ে দিব। কৃষি কর্মকর্তা ও চেয়ারম্যান সাহেব বিষয়টি জানেন। তাঁরাই আজকে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করেছেন। কিন্তু কিছু লোক মিথ্যা অভিযোগ তুলেছে।’ 

গজালিয়া ইউনিয়ন পরিষদের উপসহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সাহা বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সামনে সারগুলো কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। 

কৃষকদের সার কেন নারী ইউপি সদস্যের বাড়িতে, এমন প্রশ্ন করলে কোনো সদুত্তর দিতে পারেননি এই কৃষি কর্মকর্তা। একটা ভুল–বোঝাবুঝি হয়েছে বলে এড়িয়ে যান তিনি। 

বাগেরহাটের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ডা. মো. ফখরুল আহসান বলেন, সার জব্দের বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’