হোম > সারা দেশ > বাগেরহাট

মোরেলগঞ্জ আ.লীগ নেতা শাহাবুদ্দিন তালুকদার আর নেই

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকালে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়। 

শাহাবুদ্দিন তালুকদার ছেলে মাহমুদ হাসান শুভ বলেন, ‘সাহ্‌রি খেয়ে ফজরের নামাজ পড়ে বাবা ঘুমিয়ে পড়েন। সকালে তাঁকে ডাকলে তিনি সাড়া দেননি। পরে দেখি বাবা আর নেই।’ 

আজ বিকেলে মোরেলগঞ্জ উপজেলা সদরের সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে শাহাবুদ্দিন তালুকদারের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ পৌর মেয়র তালুকদার মনিরুল হক মনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

শাহাবুদ্দিন তালুকদার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ। 

পেশাজীবনে শাহাবুদ্দিন তালুকদার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অনেক দিন ধরে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি মোরেলগঞ্জ ইউনিয়নের দুবারের নির্বাচিত চেয়ারম্যান। এ ছাড়া বাগেরহাট জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’