হোম > সারা দেশ > বাগেরহাট

বাগেরহাটে নাশকতার মামলায় যুবদলের সম্পাদক কারাগারে

বাগেরহাট প্রতিনিধি

নাশকতার মামলায় বাগেরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ২৮ মার্চ দায়ের করা একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আছাদুল ইসলাম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে শহরের খারদ্বার এলাকার নিজ বাড়ি থেকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনকে গ্রেপ্তার করা হয়। 

জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মোরেলগঞ্জ থানার একটি নাশকতা মামলায় সুজা উদ্দিন মোল্লা সুজনকে (৪২) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগে একাধিক মামলা তদন্ত ও আদালতে বিচারাধীন রয়েছে।’ 

এদিকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে দাবি করে সুজন মোল্লার ভাইয়ের ছেলে আতিকুর রহমান রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘সুজা উদ্দিন মোল্লা সুজনের নামে যেসব মামলা রয়েছে, তার প্রত্যেকটিতে তিনি জামিনে রয়েছেন। রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অতি দ্রুত চাচার মুক্তি চাই।’

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’