হোম > সারা দেশ > বাগেরহাট

মোংলায় যুবদল নেতাকে গ্রেপ্তার, থানায় নির্যাতনের অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় মিছিলে অংশ নেওয়ার অভিযোগে যুবদল নেতা নাজমুল তালুকদার মিঠুনকে (৩২) গ্রেপ্তার করেছে মোংলা থানা-পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের কুমারখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে নাজমুলকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগে উঠেছে পুলিশের বিরুদ্ধে। যদিও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে। 

নাজমুল তালুকদার মিঠুনের চাচা সিরাজুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মিঠুনকে রাতে পুলিশ ধরে নিয়ে গিয়ে শারীরিক ও মনসিক নির্যাতন করেছে।’  

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘নাশকতা মামলার আসামি নাজমুলকে সোমবার রাতে কুমারখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নাজমুলসহ কয়েকজন কুমারখালী এলাকায় সরকার বিরোধী কার্যক্রম ও বিএনপি দলীয় কর্মসূচির মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। নাজমুলকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে মারধর করা হয়েছে বলে এমন অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন ওসি সামসুদ্দীন।’ 

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘মিছিলের মত শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে পুলিশ নেতা-কর্মীদের গ্রেপ্তার করে নির্যাতন চালিয়ে ফ্যাসিজম উসকে দিচ্ছে। এমতাবস্থায় সৃষ্ট উদ্ভূত পরিস্থির দায় পুলিশকেই নিতে হবে।’ এছাড়া তিনি আরও বলেন, পুলিশ যেখানে রাষ্ট্রীয় বাহিনী হিসেবে সকল দলকে সমান দৃষ্টিতে দেখে শান্তিপূর্ণ রাজনৈতিক সহবস্থান সৃষ্টি করবেন, তা না করে উল্টো রাষ্ট্রের হয়ে বিএনপির মত একটি বড় ও প্রধান বিরোধী দলকে দমন-পীড়ন চালাচ্ছেন। আমি পুলিশের এমন আচরণ ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’