হোম > সারা দেশ > বাগেরহাট

ভিডিও কলে কথা বলার সময় ফেরি থেকে পড়ে ডুবে গেলেন বৃদ্ধ 

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে ফজলুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার (০৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে যান। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। 

আজ শনিবার (০৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরী দল উদ্ধার অভিযান চালালেও সন্ধান মেলেনি ওই বৃদ্ধের। রাতে উদ্ধারকাজ বন্ধ রেখেছে ফায়ার সার্ভিস। রাতের মধ্যে মরদেহ না পেলে রোববার সকালে আবারও অনুসন্ধান চালাবে ফায়ার সার্ভিস। 

নিখোঁজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে। 

ঘটনার সময় সঙ্গে থাকা ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, ‘আমাদের এক নিকট আত্মীয়ের বিয়েতে মোরেলগঞ্জের ওপারে বরযাত্রী যাচ্ছিলাম। ফেরি পারাপারের সময় বাবা মোবাইল ফোনে কথা বলছিলেন। অসাবধনতাবশত ফেরির বেরিয়ার পোস্টের বাইরে গেলে তিনি নদীতে পড়ে যান।’ 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ‘ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করেছি। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার ডুবুরী দল অনুসন্ধান চালিয়েছে। কিন্তু রাত হওয়ায় অনুসন্ধান কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। রাতের মধ্যে নিখোঁজের সন্ধান না পেলে রোববার সকালে আবার অনুসন্ধান চালানো হবে।’

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড