হোম > সারা দেশ > বাগেরহাট

সুন্দরবনে ১২০ বোতল কীটনাশকসহ নৌকা জব্দ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের সুন্দরবন থেকে মাছ আহরণের কাজে ব্যবহৃত ১২০ বোতল বিষ, ৬০০ মিটার জাল ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ। আজ সোমবার বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কাইনমারী খাল থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। 

তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বন বিভাগ। বন কর্মকর্তাদের ধারণা, এই চক্রের সঙ্গে অন্তত চারজন জড়িত ছিল, যারা বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। পালিয়ে জাওয়াদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে বন বিভাগ। 

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব আজকের পত্রিকাকে বলেন, পশুর নদীতে একটি ডিঙি নৌকায় চারজন ছিল। ডাকলে তারা দ্রুত নৌকা বেয়ে কাইনমারী খালের মোহনায় নৌকা ঢুকিয়ে ডুবিয়ে ফেলার চেষ্টা করে। আমরা সেখানে পৌঁছে যাওয়ায় তারা নৌকা ফেলে দুপাশ থেকে নেমে গ্রামের মধ্যে পালিয়ে যায়। 

এ সময় নৌকা থেকে ১০৩ বোতল রিপকর্ড ও ১৭ বোতল এগ্রোমের্থিন, মাছ শিকারের ৬০০ মিটার নিষিদ্ধ জালসহ মাছ শুঁটকি করার ১৮টি চাটাই জব্দ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, অনেক খোঁজাখুঁজি করেও তাৎক্ষণিক তাদের সন্ধান পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে। পালিয়ে যাওয়া দের পরিচয় শনাক্তের কাজ শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’