হোম > সারা দেশ > বাগেরহাট

মাংসের দাম বেশি চাওয়ায় বাগ্‌বিতণ্ডা, মারধরে আহত ক্রেতা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে গরুর মাংসের দোকানে টাঙানো মূল্য তালিকার অতিরিক্ত নেওয়ার কারণ জানতে চাওয়ায় তিনজনকে মারধরের অভিযোগ উঠেছে ব্যবসায়ীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেলে বাগেরহাট শহরের প্রধান বাজার সংলগ্ন শহর রক্ষা বাধে এমাদুলের গরুর মাংসের দোকানে এই মারধরের ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত ইব্রাহীম মোল্লা (২২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে বাগেরহাট থানা-পুলিশ। 

পুলিশের হাতে আটক ইব্রাহিম মোল্লা বাগেরহাট নাগেরবাজার এলাকার আইয়ুব আলী মোল্লার ছেলে। এদিকে, মারধরে গুরুতর আহত একজনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়াও আহত বাকি দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আহতরা হলেন, বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার মো. শামীম হাসানের ছেলে মো. লিটু। তিনি গুরুতর আহত হওয়ায় বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ছাড়া একই এলাকার মো. মানিক মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (৩৩) এবং মাঝিডাঙ্গা এলাকার আশ্বাব আলী হাওলাদারের ছেলে মো. রহমত (২৭)। তারা তিনজনই পেশায় অ্যাম্বুলেন্সচালক। ঈদ উপলক্ষে গরুর মাংস কেনার উদ্দেশ্যে বাজারে গিয়েছিলেন তারা। 

হাসপাতালে চিকিৎসাধীন মো. লিটু বলেন, ‘দোকানে টাঙানো মূল্য তালিকায় গরুর মাংসের কেজি লেখা ছিল ৬৫০ টাকা। আমরা কিনতে চাইলে ৭০০ টাকা কেজি চাইল চর্বিসহ। চার্টে লেখা মূল্যের অতিরিক্ত নিলে চার্টের কী প্রয়োজন দোকানির কাছে এটা জানতে চাই আমরা। তখন তারা আমাদের সাথে খুবই বাজে ব্যবহার করে। একপর্যায়ে আমাদের মারধর শুরু করে। ইব্রাহীম, এমাদুল, আরিফুলসহ ৫-৬ জন আমাদেরকে চলা দিয়ে পিটিয়েছে। একজন আমার মাথার ওপর ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। আমার সাথে থাকা রহমত ও আব্দুর রাজ্জাককেও মারধর করেছে তারা। আমরা এই হামলার বিচার চাই।’ 

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, ‘হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইব্রাহীম নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা করছে পুলিশ।’ 

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে

বিদ্যুৎ উৎপাদনে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের রেকর্ড