হোম > সারা দেশ > বাগেরহাট

বনের বাঘ লোকালয়ে, আতঙ্কে গ্রামবাসী

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন কয়েকটি গ্রামে আবারও বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল রাতে দুটি বাঘ পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা ক্যাম্প এলাকার ভোলা নদীর পাড় হয়ে সোনাতলা গ্রামে ঢোকার খবর পাওয়া গেছে। তবে বাঘ দুটি এলাকার মানুষ বা গবাদিপশুর কোনো ক্ষতি করেনি বলে জানান স্থানীয়রা। 

আজ বৃহস্পতিবার সকালে বনসংলগ্ন সোনাতলা গ্রামের হারুন ভদ্দরের বাড়ির বাগানে প্রথমে বড় একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসী। পরে পাশের আবু ভদ্দরের বাড়ির বাগানে অপেক্ষাকৃত ছোট আরও একটি বাঘের পায়ের ছাপ দেখতে পায় তারা।

এদিকে লোকালয়ে বাঘ ঢুকে পড়ার খবর পেয়ে বন বিভাগ ও  সুন্দরবনসহ ব্যবস্থাপনা কমিটি কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে সতর্ক করতে গ্রামে মাইকিং করেছেন। একই সঙ্গে তাঁরা পায়ের ছাপ দেখে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করে দেখছেন বাঘ দুটি লোকালয়ে অবস্থান করছে, না বনে চলে গেছে। 

এর আগে ৫ জানুয়ারি বনের দাসের ভাড়ানী এলাকার খাল পেড়িয়ে একটি বাঘ গ্রামে ঢুকে গৃহস্থের একটি ছাগল ধরে নিয়ে যায়।

ভোলা ক্যাম্প সিপিজি টিম লিডার খলিল জোমাদ্দার, ইয়াসিন হাওলাদার, সিপিজি সদস্য শহিদুল ইসলাম সাচ্চু মিয়া জানান, নদী ভরাট হয়ে লোকালয়ের সঙ্গে প্রায় মিশে গেছে। তাই ঘন ঘন বাঘ গ্রামে ঢুকে পড়ছে। বন বিভাগের সঙ্গে তাঁরা যৌথভাবে বাঘ পাহারা দিচ্ছেন। তবে নদীর পাড়ে বাঘের সর্বশেষ পায়ের ছাপ দেখে ধারণা করা হচ্ছে, বাঘ দুটি বনে ফিরে গেছে। 

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. সামসুল আরেফীন জানান, বাঘ বনে ফিরে গেছে কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বন বিভাগের পর্যবেক্ষণ চলবে। 

বাগেরহাটে এনসিপির ১২ নেতার পদত্যাগ

সুন্দরবনের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা

সুন্দরবনে পর্যটক অপহরণকারী রাঙ্গা বাহিনীর প্রধান আটক, অস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

সুন্দরবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

হরিণ ধরার ফাঁদে আটকে গেল বাঘ

সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৩ জনকে উদ্ধার

গাড়ি আটকে বাঘের ছবি তুলতে হুড়োহুড়ি, মাথা ফাটল বনকর্মীর

সুন্দরবনে ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার, উৎসুক মানুষের ভিড়

ভাঙনে বিলীন হচ্ছে পর্যটনকেন্দ্র কটকা

‘তোর পুরস্কার গুলিতে মৃত্যু, দাফন-কাফনের জন্য তৈরি হ’