হোম > সারা দেশ > বাগেরহাট

দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, অ্যাম্বুলেন্স চালক নিহত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের মোংলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় চালক হারেজ মিয়া (৩৫) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সে থাকা রোগীর তিন স্বজন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অ্যাম্বুলেন্স চালক যশোর সদরের ভেকুটিয়া এলাকার খন্দকার আমির হোসেনের ছেলে। তবে হারেজ খুলনার বৈকালীতে বসবাস করতেন। অ্যাম্বুলেন্সটি খুলনা আদদ্বীন হসপিটালের।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. আরবেজ আলী জানান, খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী একটি অ্যাম্বুলেন্স আজ সকাল ৭টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার ফাইভ রিংস সিমেন্ট ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলে চালক মারা যান। সকাল ৮টার দিকে ওই চালকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা পুলিশের কাছে হস্তান্তর করে।

আরবেজ আলী বলেন, ওই অ্যাম্বুলেন্সে থাকা রোগীর তিন স্বজন আহত হয়েছেন। এর মধ্যে শিশুও রয়েছে। তবে তাঁদের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে আহতদের শারীরিক অবস্থা তেমন গুরুতর নয় বলেও জানান তিনি।

মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. হাদিউজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ পুলিশের হেফাজতে নিয়ে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

হলুদ সরিষা ফুলে ভরে উঠেছে মাঠ, কৃষকের বাড়তি লাভের আশা

ঋণ শোধ না করায় সাজাপ্রাপ্ত জামিনদার গ্রেপ্তার, আড়াই ঘণ্টা পরেই মৃত্যু

বাগেরহাট হাসপাতাল: আইসিইউ বন্ধ ১ বছর সেবাবঞ্চিত রোগীরা

চিতলমারীতে সারের ডিলার নিয়োগে নীতিমালা ভঙ্গের অভিযোগ

বিষমুক্ত বেগুন চাষে মুরাদের বাজিমাত

বাগেরহাটে স্বেচ্ছাশ্রমে জেলখানা পুকুরের কচুরিপানা পরিষ্কার

ফকিরহাটে ‘গুপ্তধনের’ খোঁজে প্রাচীন মন্দিরে গোপনে খনন

সাবেক সংসদ সদস্য নূর আফরোজ মারা গেছেন

বাগেরহাটের চিতলমারী: হাসপাতাল চলছে ২ চিকিৎসকে